গাইবান্ধা সদর হাসপাতালে অদ্ভুত আকৃতির এক তৃতীয় লিঙ্গের শিশুর জন্ম

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
গাইবান্ধা সদর হাসপাতালে অদ্ভুত আকৃতির এক তৃতীয় লিঙ্গের শিশুর জন্ম হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে শিশুটির জন্ম হয়। ধপধপে সাদা মোটা আবরণের চামড়ার পাশাপাশি মাথার ওপরের অংশ পুরোপুরি গঠিত নয়।
চেহারায় বয়স্ক মানুষের ছাপ ও চোখ দুটো বড় বড়। শিশুটি ছেলেও নয়, মেয়েও নয়- তৃতীয় লিঙ্গের। এ ছাড়া তার শরীরের পুরো অংশ স্বাভাবিক। শিশুটির শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন কর্তব্যরত গাইনি চিকিৎসক। ফুলছড়ি উপজেলার কালির বাজার গ্রামের পেশায় রিকশা চালক আবুল মিয়া ও সহিদা বেগম দম্পতির এটি ৩য় সন্তান। শিশুটির মা সহিদা ও শিশুটি এখন সুস্থ আছে। এ খবর মহুর্তেই গোটা হাসপাতালে ছড়িয়ে পড়লে শিশুটিকে একনজর দেখার জন্য ভিড় করতে থাকে। এদিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক না থাকায় শিশুটির স্বাস্থ্য সংক্রান্ত বিস্তারিত কিছু জানা যায়নি।