আ’লীগের সময় পাচার হওয়া অর্থ ফেরাতে লাগবে ৪-৫ বছর: গভর্নর

- আপডেট সময় : ০৮:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ১৫৯০ বার পড়া হয়েছে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে পাচার হওয়া অর্থ ফেরাতে চার থেকে পাঁচ বছর সময় লাগবে। আজ মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
গভর্নর বলেন, “পাচারকৃত টাকার পরিমাণ নিরূপণ করা হচ্ছে। আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় ১৮ থেকে ২০ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে।”
তিনি আরও বলেন, “যারা টাকা পাচার করেছে তাদের দেশে থাকা সম্পদ জব্দ করা হচ্ছে, যাতে করে তারা এসব সম্পদ বিক্রি করে আবার বিদেশে পাচারের সুযোগ না পায়।”
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক প্রতিবেদনে অর্থ পাচারের বিভিন্ন কৌশল, উৎস এবং প্রতিরোধে গৃহীত কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। গভর্নর আশাবাদ ব্যক্ত করেন, এই রিপোর্টের ভিত্তিতে ভবিষ্যতে অর্থ পাচার প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে।
এ সময় তিনি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় করে পাচারকৃত অর্থ ফেরত আনার প্রক্রিয়াটি দীর্ঘ হলেও সম্ভব। আমরা সে লক্ষ্যে কাজ করছি।”