বাগেরহাটে লবনাক্ত জমিতে সৌদির খেজুর চাষ
- আপডেট সময় : ০৬:০২:১৩ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
- / ১৭০৪ বার পড়া হয়েছে
বাগেরহাটের রামপালে লবনাক্ত জমিতে সৌদি খেজুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন জাকির হোসেন নামের এক আইনজীবী। বর্তমানে তার বাগানে রয়েছে বিভিন্ন জাতের প্রায় ৫ শতাধিক খেজুর গাছ। আর এ বছর একযোগে ফল এসেছে ৮০টি গাছে। ।
গাছে গাছে আজওয়া, মারিয়াম, সুকারি, আম্বারসহ বাহারি জাতের খেজুর। থোকায় থোকায় ঝুলে থাকা খেজুর… কোনটি লাল ও কোনটি হলুদ। আকার ভেদে কোনটি আবার গোল কোনটি লম্বা। রসালো মিষ্টি এ খেজুর বাগান গড়ে তুলেছেন বাগেরহাট জজ কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন।
বাগেরহাটের রামপাল উপজেলার সন্ন্যাসী হাজিপাড়া গ্রামের নিজের ১৫ বিঘা জমিতে গড়ে তোলা বাগানে রয়েছে প্রায় ৫ শ গাছ। এ বছর ফল ধরেছে ৮০টি গাছে।
আগামী বছর এ বাগানে প্রায় ২শ থেকে ৩শ গাছে একযোগে ফল আসবে বলে আশা করছেন বাগান পরিচর্যার কাজে নিয়োজিত শ্রমিকরা।
লবণাক্ত জমিতে নতুন অর্থকরী এ ফসল হিসাবে দেখছে জেলা কৃষি বিভাগ। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশে ও দেশের বাইরে রপ্তানির সম্ভবনা রয়েছে বলে আশা করছেন তারা।
আগ্রহী কৃষকদের খেজুর চাষে সব ধরনের সহযোগিতা করার কথা জানালেন বাগান মালিক জাকির হোসেন।