গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে : ফখরুল
- আপডেট সময় : ০৭:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ১৬০৫ বার পড়া হয়েছে
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় একথা বলেন তিনি। গত দুই সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোট কারচুপির বিষয় বিশ্বব্যাপী স্বীকৃত জানিয়ে ফখরুল বলেন, বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের মধ্যদিয়ে তা প্রমাণ হয়েছে।
ক্ষমতাসীনরা দেশের গণতন্ত্র পুরোপুরি হত্যার প্রক্রিয়া শুরু করেছে। তিনি আবারও বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনই দেশে চলমান সংকট উত্তরণের একমাত্র পথ। শুধু বিএনপি নয়, দেশের সব রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছে। তাই নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি মহাসচিব।