করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬৮
- আপডেট সময় : ০৭:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬৮ জন। আর গেলো ২৪ ঘন্টায় ৫৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত ৭ হাজার ৬৬৭ জন। দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
করোনা ভাইরাস সংক্রমণ ক্রমেই বাড়ছে। একই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা।করোনার সবশেষ অবস্থা তুলে ধরতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এই অনলাইন ব্রিফিং। এসময় ২৪ ঘন্টায় আক্রান্ত ও মৃতের তথ্যাদি তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক।
পরীক্ষার পরিধি বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, বেসরকারী হাসপাতালকে শর্ত অনুযায়ী পরীক্ষার অনুমোদন দেয়া হবে।
হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং আইশোলেশনে থাকাদের তথ্য জানান এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
জটিল রোগে আক্রান্তদের ঘরের বাইরে একেবারেই বের না হওয়ার আহ্বান জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।