দুই প্রেমিকাকে একসাথে বিয়ে করে ঘরে তুললেন প্রেমিক রোহিনী; নেই কারো কোন অভিযোগ

- আপডেট সময় : ০৭:৪৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ে করেছেন রোহিনী চন্দ্র বর্মণ নামে এক যুবক। লক্ষীদ্বার এলাকায় এ ঘটনা ঘটে। প্রেমিক ওই এলাকার যামিনী চন্দ্র বর্মণের ছেলে রোহিনী চন্দ্র বর্মণ।
স্থানীয়রা জানান, বলরামপুর ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে ইতি রানীর সঙ্গে রোহিনীর দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে তারা মন্দিরে গিয়ে বিয়ে করেন। বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন দুজনই।
এরপরে বিয়ের কয়েক দিনের মধ্যে নতুন করে লক্ষীদ্বার গ্রামের মমতা রানীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরে গত ১২ এপ্রিল মমতার সঙ্গে দেখা করতে যান রোহিনী। পরে দুজনকে একত্রে দেখে আটকে রেখে বিয়ে দেন মমতার পরিবারের লোকজন।
এদিকে রনীর বিয়ের সংবাদ শুনে তার বাড়িতে অনশন শুরু করেন ইতি রানী। পরে বুধবার রাতে পুনরায় আনুষ্ঠানিকভাবে দুই বিয়ে একসঙ্গে সম্পন্ন হয়।
ইতি রানীর বাবা গিরিশ চন্দ্র বলেন, আমাদের কোনো অভিযোগ নেই। রনীর বাড়িতে আনুষ্ঠানিক বিয়েতে আমরা তিন পরিবারের লোকজনই ছিলাম।
বিয়ের পরে দুই নববধুকে সাদরে বরন করে নেন রনির পরিবার। তারা জানান এ বিয়ের বিষয়ে কারো কোন অভিযোগ নেই।
বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, পারিবারিক ভাবে তিন পরিবার সমস্যার সমাধান করেছে।