ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্ত্বর এলাকা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে।
সকাল ১১ টায় এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় উত্তরবঙ্গগামী লেনে সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে আছে। এদিকে, মহসড়কে যানজট থাকায় আঞ্চলিক সড়ক ব্যবহার করে চলাচল করছে অনেক যানবাহন। অতিরিক্ত গাড়ির চাপে এলেঙ্গা-ভূঞাপুর সড়ক লিংক রোডে তৈরি হচ্ছে গাড়ির জটলা। এলেঙ্গা বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শহিদুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে সৃষ্ট খানাখন্দে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। এ ছাড়া অতিরিক্ত গাড়ির চাপে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলছে।