১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ

- আপডেট সময় : ০৭:০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / ১৭০২ বার পড়া হয়েছে
দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিনের শিক্ষক সংকট দূর করতে এবার বিশাল পরিসরে শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটি ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এনটিআরসিএ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আগামী ২২ জুন থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদনকারীদের জন্য ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৩ জুলাই।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে মানোন্নয়ন এবং বেকার শিক্ষকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
আগ্রহী প্রার্থীরা এনটিআরসিএ’র www.ntrca.gov.bd অথবা http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে এবং আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, এটি এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সবচেয়ে বড় পরিসরের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর মধ্যে অন্যতম।