করোনার বিধিনিষেধের প্রতি উদাসীনতায় নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ার আশংকা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি। এ মাসের শেষের দিকে অ্যাপসের মাধ্যমে টিকার বুস্টার ডোজের নিবন্ধন শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় করোনার নতুন ধরন ওমিক্রন প্রসঙ্গে তিনি জানান, করোনার বিধিনিষেধ নিশ্চিতকরনে জেলা প্রশাসক এবং সিভিল সার্জনদের চিঠি দেয়া হয়েছে।
করোনা টিকার বুস্টার ডোজ কার্যক্রম ও নিবন্ধণ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি নিয়ে কাজ করছে আইসিটি মন্ত্রণালয়।
এছাড়া, মালদ্বীপে বাংলাদেশের ডাক্তার-নার্সদের কর্মসংস্থানে চুক্তি হবে বলেও জানান জাহিদ মালেক।