বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ৬৬ জন ক্রীড়াবিদ ও ২২ জন অফিসিয়াল স্টাফ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।
২০২০ সালে নেপালের বিপক্ষে মুজিব বর্ষ সিরিজ জয়ের জন্য জাতীয় দল, ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন হওয়ায় নারী ফুটবল দল এবং গেলো বছর কক্সবাজারে বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলের সদস্যদের এই সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এসময় ৬৬ ক্রীড়াবিদকে ৫ লাখ টাকা করে উপহার দেন প্রধানমন্ত্রী। পুরুষ দলের কোচ-কর্মকর্তা আটজন, নারী দলের ১০ জন এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড দলের চার কর্মকর্তাকে ২ লাখ টাকা করে উপহার দেয়া হয়। এসময় ক্রীড়াবিদদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান।