নিটল মটরসের আয়োজনে পাবনায় শুরু হয়েছে টাটা গাড়ির মেলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
পরিবহন জগতের সেরা প্রতিষ্ঠান নিটল মটরসের আয়োজনে পাবনায় শুরু হয়েছে টাটা গাড়ির মেলা।
শহরের গাছপাড়ায় টাটা গাড়ির এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান মোশারফ হোসেন, টাটা মটরস-এর কান্ট্রি হেড মাধু প্রকাশ সিং, সেলস এন্ড মার্কেটিং এর সিইও মোহাম্মদ তানভীর শহীদ, লিটন টাটার পাবনার আঞ্চলিক ডিলার রেজাউল কবীর শরীফ। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র। মেলায় টাটা মটরসের নতুন পিকআপ টাটা ইনট্রার সাথে অন্যান্য বাণিজ্যিক গাড়ি প্রর্দশন করা হয়। মেলা চলবে আগামীকাল ১০ নভেম্বর পর্যন্ত।