পরিবহন জগতের সেরা প্রতিষ্ঠান নিটল মটরসের আয়োজনে পাবনায় শুরু হয়েছে টাটা গাড়ির মেলা।
শহরের গাছপাড়ায় টাটা গাড়ির এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান মোশারফ হোসেন, টাটা মটরস-এর কান্ট্রি হেড মাধু প্রকাশ সিং, সেলস এন্ড মার্কেটিং এর সিইও মোহাম্মদ তানভীর শহীদ, লিটন টাটার পাবনার আঞ্চলিক ডিলার রেজাউল কবীর শরীফ। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র। মেলায় টাটা মটরসের নতুন পিকআপ টাটা ইনট্রার সাথে অন্যান্য বাণিজ্যিক গাড়ি প্রর্দশন করা হয়। মেলা চলবে আগামীকাল ১০ নভেম্বর পর্যন্ত।