কোরবানীর ঈদকে কেন্দ্র করে চার লাখের বেশি গবাদী পশুর চামড়া লবণজাত করেছে চট্টগ্রামের আড়ৎদাররা
- আপডেট সময় : ১১:১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
কোরবানীর ঈদকে কেন্দ্র করে চার লাখের বেশি গবাদী পশুর চামড়া লবণজাত করেছে চট্টগ্রামের আড়ৎদাররা। তবে দাম নিয়ে এবারো ঠকেছেন মৌসুমী ব্যবসায়ীরা। আড়ৎদাররা বলছেন, সরকারের বেধে দেয়া দাম ট্যানারী মালিকরা চামড়া না কেনাই ঝুঁকি নিয়ে চামড়া লবনজাত করতে হয়েছে তাদের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ট্যানারী মালিকরা। আর বাণিজ্য মন্ত্রনালয়ের মনিটরিং টিম বলছে, এবছর চামড়া ট্যানারীতে যাওয়া পর্যন্ত নজরদারি অব্যহত রাখবেন তারা।
চট্টগ্রামের আতুড়ার ডিপো আড়ৎপাড়ার চিত্র এটি। গুদাম উপচে সড়ক ও ফুটপাতেও স্তুপ করে রাখতে হয়েছে কোরবানীর পশুর লবণজাত চামড়া। পরিসংখ্যন বলছে কোরবানীর প্রথম দিনেই চার লাখের বেশি চামড়া লবণজাত করা হয়েছে।
এতো চামড়া লবণজাত হলেও আড়ৎদারদের বিরুদ্ধে দাম নিয়ে কারসাজির অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। কিন্তু আড়ৎদাররা বলছেন, বছরের পর বছর ধরে ট্যানারী মালিকদের প্রতারণার স্বীকার হয়ে চামড়া লবণজাত নিয়ে শঙ্কায় আছেন তারাও।
বাণিজ্য মন্ত্রণালয় গঠিত মনিটরিং টিম বলছে, সব স্তরের ব্যবসায়ীরা একে অন্যের ওপর দায় চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করে প্রতি বছর। ফুটেজ-৩ তাই এবার কোরবানীর দিন থেকে শুরু করে কাচা চামড়া ট্যানারীতে যাওয়া পর্যন্ত মনিটরিং করার উদ্যোগ নেয়া হয়েছে।
আর ট্যানারী মালিকরা বলছেন, সুনির্দিষ্ট কিছু কারণে ১০ থেকে ১৫ শতাংশ চামড়ার দাম কম দেয়া হয়। কিন্তু সরকারের বেঁধে দেয়া দামে চামড়া কেনা হয় না আড়ৎদারদের এমন ঢালাও বক্তব্যের কোন ভিত্তি নেই।
ক’বছর আগেও চট্টগ্রামে ১৮ টি ট্যানারী সক্রিয় থাকলেও এখন ১৭ টিই বন্ধ হয়ে গেছে। তাই পুরোপুরি ঢাকার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে চট্টগ্রামের চামড়ার বাজার।