আজ থেকে শুরু হলো ৪র্থ ঢাকা কমার্শিয়াল অটোমেটিভ শো
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
আজ থেকে শুরু হলো ৪র্থ ঢাকা কমার্শিয়াল অটোমেটিভ শো। এবারের শোর গোল্ড স্পন্সর নিটল মটরস লিমিটেড। এবারের শো’তে নিটল মটরস টাটা গাড়িতে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে। গাড়ি কিনলেই গ্রাহকরা পাবেন ২ লাখ টাকা ডিসকাউন্ট। সঙ্গে থাকছে ফ্রি মোটরসাইকেল ও আকর্ষনীয় পুরস্কার।
বসুন্ধরায় আইসিসিবি’তে আয়োজিত অটোমোটিভ শোতে, ফিতা কেটে নিটল টাটার স্টল উদ্বোধন করেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। তিনি জানান, উন্নত মানের টাটা গাড়িগুলো মেলায় আগত ক্রেতাদের আকৃষ্ট করবে। গ্রাহকরা টাটার জনপ্রিয় গাড়ি, হিরো মোটরসাইকেলও পাবেন অটোমোটিভ শো’তে। অনুষ্ঠানে নিটল মটরসের সেলস এন্ড মার্কেটিং সিইও তানভীর শহীদ, নিটল মটরসের প্রোডাক্ট প্রেসিডেন্ট বি এম মুরাদ হোসেনসহ অন্য কর্মকতারা উপস্থিত ছিলেন।











