সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ভোগান্তির আরেক নাম উপজেলা নির্বাচন কমিশন অফিস
- আপডেট সময় : ০২:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ভোগান্তির আরেক নাম উপজেলা নির্বাচন কমিশন অফিস। মাসের পর মাস অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় সেবা। এতে ভোগান্তিতে পড়েছেন, উপজেলার প্রবাসী ও সাধারণ মানুষ। তবে, কাগজপত্র ঠিক না থাকার কারনে নাগরিকরা ভোগান্তিতে পড়ছেন বলে দাবি নির্বাচন কমিশন অফিসের।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন, এলাকা পরিবর্তন, নতুন ভোটার হওয়া, হারানো ও অন্যান্য কাজে সেবা প্রত্যাশীদের নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। সেবা নিতে আসা ভুক্তভোগীরা জানান, দিনের পর দিন সার্ভার সমস্যা ও বিভিন্ন অজুহাত দেখিয়ে অহেতুক হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। অনেক ক্ষেত্রে টাকা দিলে মিলছে কাংক্ষিত সেবা।
প্রবাসীদের ভোটার আইডির সাথে পার্সপোর্টের মিল না থাকায় অনেকেই নির্বাচন অফিসে গিয়ে ভোগান্তিতে পড়ছেন। অনেকে দীর্ঘ সময় চেষ্টা করেও জন্ম সনদ ঠিক করতে পারছে না। এতে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে।
কাজগপত্র ঠিক না থাকার কারনে অনেকে সেবা পেতে দেরি হয়। তবে টাকার বিনিময়ে সেবা দেয়ার অভিযোগ সত্য নয় বলে দাবি কমিশন অফিসের।
নির্বাচন কমিশন অফিস কম সময়ে সেবা প্রার্থীদের সহযোগীতা করবে এমটাই প্রত্যাশা সাধারণ মানুষের।