সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১৫৭১ বার পড়া হয়েছে
দুর্যোগপুর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে ওঠায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানকারী সব মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। এছাড়া সব ধরনের লাইটারেজ জাহাজ এবং মাছ ধরার ট্রলার চলাচলও বন্ধ রয়েছে।
বৃষ্টির কারণে বন্দরের অভ্যন্তরেও ব্যাহত হচ্ছে পণ্য হ্যান্ডেলিং কার্যক্রম। সাগর শান্ত না হওয়া পর্যন্ত এমন পরিস্থিতি থাকবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। পরিস্থিতি লাগাতার এমন হলে কন্টেইনার ভ্যাসেলের মতো খোলা পণ্যবাহী জাহাজেরও জট তৈরির আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। এদিকে রাত থেকেই অব্যাহত রয়েছে বৃষ্টি। বাতাসের তোড়ে সাগরে ১৪/১৫ ফুট উচ্চতার ঢেউ তৈরি হয়েছে। উত্তাল সাগরে জাহাজে কাজ চালানো সম্ভব হচ্ছে না। প্রবল ঢেউয়ে মাদার ভ্যাসেলের কাছে ভিড়তে পারছে না পণ্য খালাস করতে যাওয়া লাইটারেজ জাহাজ।