যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জে ব্যাপক নদী ভাঙ্গন
- আপডেট সময় : ১২:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
- / ১৬১৮ বার পড়া হয়েছে
যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জের শাহজাদপুরের ৩ ইউনিয়নে দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙ্গন। ২ সপ্তাহের ব্যবধানে শতাধিক ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনাসহ নদীগর্ভে বিলীন হয়েছে অসংখ্য ফসলি জমি। কার্যকরি পদক্ষেপ না নেয়ায় হুমকিতে বেশ কয়েকটি গ্রাম। স্থানীয়দের অভিযোগ, তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ কাজের ধীর গতিতে সব হারিয়ে নি:স্ব হওয়ার পথে গ্রামবাসী।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় প্রচন্ড স্রোতে বর্তমানে জেলার শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের ব্রাক্ষ্মণগ্রাম, আড়কান্দি, জালালপুর ইউনিয়নের দ্বাদশপট্টি, জালালপুর, ভেকা, কৈজুরী ইউনিয়নের পাঁচিল, মনাকোষা গ্রাম জুড়ে নদীতে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। হুমকিতে পড়া স্থাপনা গুলোও সরিয়ে নিচ্ছে এলাকাবাসী। মানুষের মাঝে এখন বিরাজ করছে আতংক, হতাশা ও পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ।
ভাঙ্গনরোধে গত ৩ বছর ধরে চলা পানি উন্নয়ন বোর্ডের ৬৪৭ কোটি টাকার কাজ এবার শেষ হবার কথা থাকলেও ধীর গতির কারনেই ভাঙ্গন থাকছে অব্যাহত বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত লোকজনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের। অসহায় এই মানুষগুলোর দাবী শেষ ভিটে মাটি টুকু রক্ষায় যেন দ্রুত ব্যবস্থা নেয় সরকার।
এদিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান জানান,ভাঙ্গন ঠেকাতে জরুরীভাবে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।
ভাঙ্গনরোধে জরুরী ব্যবস্থা নেয়ার পাশাপশি যমুনা নদীর স্থায়ী ভাঙ্গন রোধে সরকার সময়মত প্রয়োজনীয় উদ্যেগ নেবে এমনটাই দাবী ভুক্তভোগি সহ সকলের।