মীনা বাজার এখন বসুন্ধরা আবাসিক এলাকায়
- আপডেট সময় : ০৪:৩৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৪১ বার পড়া হয়েছে
দেশের স্বনামধন্য সুপারশপ ব্র্যান্ড মীনা বাজার এবার যাত্রা শুরু করল বসুন্ধরা আবাসিক এলাকা জেসিএক্স বিজনেস টাওয়ার জাপান স্ট্রিটে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আবাসিক এলাকার ওয়ালটন করপোরেট অফিসের বিপরীতে ফ্ল্যাগশিপ আউটলেটের যাত্রা শুরু করল।
আউটলেটটি উদ্বোধন করেন জেমকন গ্রুপের ডিরেক্টর কাজী ইনাম আহমেদ এবং মীনাবাজারের সিওও শামীম আহমেদ জায়গীরদার। এছাড়া উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সপ্যানশন, প্রজেক্ট ও করপোরেট সেলস প্রধান মো. রাজিবুল হাসানসহ অন্য কর্মকর্তারা।
বসুন্ধরা আবাসিক এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য মীনা বাজার বদ্ধপরিকর। মীনা বাজারের নতুন এই আউটলেটটি গ্রাহকদের সঙ্গে নিরবচ্ছিন সম্পর্ক অব্যাহত রাখতে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যগুলোর বাজার-সেরা দাম নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে। এ ছাড়া মীনা বাজারের হটলাইন নাম্বার 01933117755-এ অর্ডার করার মাধ্যমে হোম ডেলিভারি সুবিধা রয়েছে।
মীনা বাজারের আউটলেট ছাড়াও গ্রাহকরা meenabazaronline.com-এর মাধ্যমে অনলাইন শপিং করতে পারেন। গ্রাহকরা তাদের প্রশ্ন এবং প্রতিক্রিয়া জানাতে সুপারশপটির কল সেন্টারের সুবিধা পেয়ে থাকেন।