বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘অধিকার’-এর নিবন্ধন বাতিল করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো।
রোববার এক আদেশে সংস্থাটির নিবন্ধন নবায়নের আবেদন খারিজ করা হয়।এনজিও ব্যুরোর জারি করা আদেশে বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজে নিয়োজিত হওয়াসহ বেশ কয়েকটি কারণে ‘অধিকার’-এর নিবন্ধন বাতিল করা হয়েছে। অধিকারের আবেদন নিষ্পত্তির আদেশে বলা হয়, নিবন্ধন নবায়নের আবেদন বিধিসম্মত না হওয়ায় এবং অসঙ্গতি থাকায়, তা নামঞ্জুর করা হলো। সংগঠনটির নিবন্ধনের মেয়াদ ২০১৫ সালের মার্চে শেষ হয়।