ঝুঁকি নিয়েই কাজে যোগ দিয়েছে হাজার হাজার শ্রমিক
- আপডেট সময় : ০৭:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতির মাঝে খুলে দেয়া হলো গাজীপুর ও সাভারের অধিকাংশ তৈরি পোশাক কারখানা। ঝুঁকি নিয়েই কাজে যোগ দেন হাজার হাজার শ্রমিক। চাকরির হারানোর ভয়ে অনেক শ্রমিক বাধ্য হয়ে কাজে যোগ দেন। এদিকে গার্মেন্ট কারখানা খোলায়, বাইরে থেকে অনেকেই ট্রাক, কভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহনে চড়ে ঢাকায় ফেরার চেষ্টা করছেন।
করোনা ঝুঁকির মাঝেই আবার খুলে দেয়া হয়েছে দেশের অধিকাংশ গার্মেন্টস কারখানা। বাধ্য হয়ে সকাল থেকে শ্রমিকরা অসন্তোষ নিয়েই কাজে যোগ দিয়েছেন। স্বাস্থ্যবিধি রক্ষায় শুধু থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করে কর্মীদের কারখানায় ঢুকতে দেয়া হয়। এছাড়া সবার হাত ধোয়া এবং মাস্ক পরা বাধ্যতামূলক রাখা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ইসলাম হোসেন জানান, ঢাকা ইপিজেডসহ সাভার শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানাই খুলে দেয়া হয়েছে এবং নিরাপত্তা রক্ষায় শিল্প পুলিশ কাজ করছে। শিল্পাঞ্চলের শ্রমিক কলোনিগুলোতে বাস করা শ্রমিকরাই প্রথমে কাজে যোগদান করেন। এর আগে কারখানা চালুর খবরে গেলো রাতে উত্তরাঞ্চল থেকে কয়েক হাজার পোশাক শ্রমিক ট্রাকে করে গ্রাম থেকে সাভার শিল্পাঞ্চলে আসেন। কর্তৃপক্ষের এমন হঠকারী সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিক নেতারা।
দলে দলে গার্মেন্টস শ্রমিক সকালে ঢাকায় ঢোকার চেষ্টা করেন। তারা জানান, চাকরির হুমকি দিয়ে দ্রুত কাজে যোগদান করতে তাদের টেলিফোন করে ডেকে আনা হয়েছে।
এদিকে পুলিশ সড়কের চেকপোস্টে তাদের আটকে দেয়। ট্রাফিক পুলিশের পরিদর্শক জানান, নির্দেশনা মোতাবেক ৫ মে পর্যন্ত গনপরিবহণ বন্ধ। তারপরেও গার্মেন্টস শ্রমিকরা সামাজিক দুরত্ব না মেনে নানাভাবে জরুরী পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপে চড়ে ঢাকায় আসার চেষ্টা করছে।