গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ৫ জনের নামে অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
নিখোঁজদের সন্ধানের দাবিতে স্বজনহারা ১৫টি পরিবারের সদস্যদের একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়েছেন। এছাড়া গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ৫ জনের নামে অভিযোগ করেছেন এক আইনজীবী।
প্রতিনিধি দলে থাকা সদস্যরা অধিকাংশই ছোট্ট শিশু। তাদেরই বাবা-চাচা বিভিন্ন সময় নিখোঁজ হয়েছেন। তারা প্রিয়জনদের খুঁজে বের করার আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অভিযোগ খতিয়ে দেখে এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে ৬ মাস গুম করে রাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ জনের নাম উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।