খুব শিগগিরই বাংলাদেশ-জাপান সরাসরি বিমান চলাচল শুরু হবে : জাপানের রাষ্ট্রদূত
- আপডেট সময় : ০৮:৩৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
খুব শিগগিরই বাংলাদেশ-জাপান সরাসরি বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকী। সকালে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টকে একথা বলেন তিনি। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে জাপান। পদ্মা সেতুর মত বড় অবকাঠামো তৈরি বাংলাদেশের সক্ষমতার প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবের ডিক্যাব টকে আসেন জাপানের রাস্ট্রদূত ইতো নাওকি।
তিনি বলেন, বাংলাদেশের ৫০ তম বার্ষিকীতে জাপান বাংলাদেশ সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। শিগগির ঢাকা-নারিতা সরাসরি বিমান চলাচল শুরু হবে।
পদ্মা সেতু বড় অবকাঠামো তৈরিতে বাংলাদেশের সক্ষমতার প্রমাণ উল্লেখ করে জাপানী রাষ্ট্রদূত বলেন, এই সেতু নির্মান আন্তর্জাতিক বিনিয়োগ বাড়াতে আস্থা রাখবে।
জাপান বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়–বলে জানান তিনি।
গণমাধ্যমকর্মীদের অবাধে কাজ করার সুযোগ থাকা অত্যন্ত জরুরী বলেও মন্তব্য করেন ইতো নাওকি।