অস্বাভাবিকভাবে বেড়েছে পেঁয়াজের দাম
- আপডেট সময় : ০৯:০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
হঠাৎ করেই রাজধানী ঢাকার বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে পেঁয়াজের দাম। গেল দু’দিন ধরে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। নিম্নচাপের প্রভাবে সৃষ্ট সাম্প্রতিক বৃষ্টির পর থেকেই দেশি পেঁয়াজের সরবরাহ কমার অজুহাতে পাইকারীতে দাম বেড়েছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। এদিকে গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগীর দামও বেড়েছে কেজিতে ১০ টাকা। আর আগের মতো বাড়তি দামেই বিক্রি হচ্ছে তেল, ডাল, চাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্য। দাম বাড়ার কারণে ক্রয়ক্ষমতা কমছে সাধারণ ভোক্তাদের।
হঠাৎ করেই আবারও পেঁয়াজের ঝাঁঝ দেখতে হচ্ছে ভোক্তাদের। দুদিন আগের ৫০ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৭৫ টাকা দামে। পেঁয়াজের পাশাপাশি বেড়েছে ব্রয়লার মুরগীর দামও।
চালের দাম কেজিতে দুই এক টাকা বাড়লেও আটার দাম বেড়েছে অস্বাভাবিকহারে। প্রতি কেজি প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা।
আয়ের চেয়ে ব্যয় বাড়ায় ক্ষুব্ধ ভোক্তাদের দাবি, সরকারের সঠিক বাজার মনিটরিং না থাকার কারণে সব খাদ্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে।
এদিকে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমেছে অধিকাংশ সবজির।