চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ পরে হত্যা; এক যুবকের মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৫:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৪০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চকলেটের লোভে দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় নাইমুর রহমান নাঈম নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে। এছাড়া মরদেহ গুম করার অপরাধে তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আদালতের নির্দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নাইমুর রহমান নাঈমকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রকিব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, তদন্ত শেষে পুলিশ ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর নাঈমকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করলে মামলার বিচার কাজ শুরু হয়। পরে আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ ও বিচার প্রক্রিয়া শেষে এ রায় ঘোষণা করেন।
লক্ষ্মীপুরের রামগঞ্জে শিশু আহমেদকে লাথি মেরে হত্যার পর শয়নকক্ষের খাটের নিচে মরদেহ মাটিতে পুঁতে রাখার ঘটনায় সৎ মা কহিনুর বেগমকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্ষিপ্ত হয়ে কহিনুর শিশু আহমেদকে লাথি মারলে সে মারা যায়। পরে মরদেহ বসতঘরে মাটিতে পুঁতে রাখে। আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ের সময়ও তিনি আদালতে উপস্থিত ছিলেন।