রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বানানোর অপতৎপরতা চলছে: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৯:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / ১৬২৫ বার পড়া হয়েছে
রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণের জন্য একটি গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ৭৫ বছরের প্রাচীন দল- আওয়ামী লীগের কাছে এখনো বড় চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি। রাজধানীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে তিনি একথা
জানান। এসময় অসৎ ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথাও জানান ওবায়দুল কাদের।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে গণমাধ্যমে কথা বলেন তিনি।দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের অর্জন ও সাফল্যের কথা তুলে ধরেন তিনি।
ওবায়দুল কাদের অভিযোগ করেন, সরকারকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে একটি মহল ওয়ান ইলেভেনের মতো পাঁয়তারা করছে। অসৎ ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অবস্থানের কথাও জানান ওবায়দুল কাদের।