ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফ সেমিফাইনালে রাতে মাঠে নামবে ইউক্রেন ও স্কটল্যান্ড। রাত পৌনে ১টায় শুরু হবে দু’দলের ম্যাচ।
ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর এখন মানবিক বিপর্যয়ের চরমে পৌঁছেছে দেশটি। এমন সময় মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে কান্নায় ভেঙে পড়েন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী ইউক্রেনিয়ান ফুটবলার ওলেক্সান্দার জিনচেঙ্কো। দেশের এমন অবস্থায় বিশ্বকাপে খেলার সুযোগ দেশের মানুষের জন্য সব থেকে বড় উপহার হবে বলে মন্তব্য করেন তিনি। এ ম্যাচের বিজয়ী দল ফাইনালে খেলবে ওয়েলসের বিপক্ষে। বিজয়ী দল খেলবে কাতার বিশ্বকাপে।বিশ্বকাপের মূল পর্বে একবারই খেলার সুযোগ পেয়েছে ইউক্রেন। ২০০৬ সালে প্রথম বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলে তারা।