বিপ্লব সাহার কন্ঠে ‘ও আমার নন্দিনী’
- আপডেট সময় : ০৫:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
- / ১৮৭৪ বার পড়া হয়েছে
দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ -এর কর্ণধার বিপ্লব সাহা শিল্পের সব শাখাতে বিচরন করেন প্রতিনিয়ত। সেই ধারাবাহিকতায় নতুন করে আরও একটি গান গাইলেন বিপ্লব সাহা। ‘ও আমার নন্দিনী’ শিরোনামের নতুন একটি গান নিয়ে আসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।
এই গানের শুটিং হয়েছে বাংলার ভেনিস শহরে অর্থাৎ বরিশালের জনপ্রিয় কিছু জায়গায়। এছাড়াও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত কুয়াটার বিশেষ কিছু অংশে, যা আপনারা গানের বিভিন্ন অংশে দেখতে পারবেন। এক জমকালো আয়োজনের মাধ্যমে শুক্রবার সন্ধ্যা ৬ টায় মুক্তি পেলো বিশ্বরঙ এবং বিপ্লব সাহা’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
তানপুরা স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। গানটির কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন সময়ের জনপ্রিয় গীতিকার মনি জামান। গানটিতে মডেল হয়েছেন ঋতিকা ইসলাম, রাসেদুর রহমান রাশেদ, আশরাফুল ইসলাম এবং সাবিহা রিংকু।
গানটি প্রসঙ্গে বিপ্লব সাহা জানান, ‘এই গান বাঙালিদের কাছে স্মৃতির প্রতীক যেন। সেই ভাবনা থেকেই গানটি কণ্ঠে তুলেছি। আমার বিশ্বাস, সংগীতটি ভালো লাগবে শ্রোতাদের।’

























