নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করতে, যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ওপর ভ্রমণ সর্তকতা জারি করেছে : পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ১৬২৮ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ওপর বাংলাদেশে ভ্রমণ সর্তকতা জারি করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
রাজধানীর জাতীয় জাদুঘর সিনেপ্লেক্সে দুর্গাপূজার একটি গানের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, ভ্রমণ সর্তকতা যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। তবে বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ। এদেশে চলাচলে কারো কোন ভয়ের কারণ নেই। ফিলিস্তিনের নিহতদের স্মরণে তিনি বলেন, যারা নিজেদের মানবতার এজেন্ট হিসেবে দাবি করে, তারা এখন মানবতা হত্যায় সামিল হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল আসুক বা না আসুক, এটা সেসব দেশের নিজস্ব বিষয়। নিজেদের খরচে তারা আসলে আসতে পারে। তবে বাংলাদেশ তাদের খরচ বহন করবে না বলে মন্তব্য করেন মোমেন।