নওগাঁর মান্দায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মাদক কারবারী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মাদক কারবারী আওরঙ্গজেব নিহত হয়েছে।
পুলিশ জানায়, ভোরে আওরঙ্গজেবকে সাথে নিয়ে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি টিম। এ সময় ভাঁরাশো এলাকায় গেলে মাদক কারবারীদের অপর একটি পক্ষ পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। এতে উভয়পক্ষের গোলাগুলিতে নিহত হয় আওরঙ্গজেব। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। আহত ৩ পুলিশ সদস্যকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আওরঙ্গজেব মান্দা উপজেলার দেলুয়াবাড়ী গ্রামের মৃত নবিরউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ অন্তত ১০টি মামলা রয়েছে।