ধর্ষিতাকে বিয়ে করে এক বছরের জামিন পেলেন ফেনীর জহিরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ফেনীর ধর্ষণ মামলার আসামী জহিরুল ইসলাম জিয়া ধর্ষিতাকে বিয়ে করে হাইকোর্ট থেকে এক বছরের জামিন পেয়েছে।
সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে ফেনীর ধর্ষণ মামলার এক আসামী কারাগারে থেকে ধর্ষিতাকে বিয়ে করে মুক্তির জন্য জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করে। ১৯ নভেম্বর ফেনীর কারাগারে আসামীর সঙ্গে বিয়ে হয় অভিযোগকারী নির্যাতিত নারীর। গত ২৭ মে জেলার সোনাগাজীর চরদরবেশ এলাকার ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার প্রেমিক জহিরুল ইসলাম জিয়ার বিরুদ্ধে। ঘটনার দিনই জিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী। গত ২৯ মে জিয়াকে গ্রেপ্তার করে সোনাগাজী মডেল থানা পুলিশ।