দুর্গাপুরে ধান কাটার জের ধরে ভাতিজার চুরিকাঘাতে চাচা হাসেম খুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
নেত্রকোনার দুর্গাপুরে ধান কাটার জের ধরে ভাতিজার চুরিকাঘাতে চাচা হাসেম খুন হয়েছেন।
সকালে উপজেলার বনগাও গ্রামে এই ঘটনাটি ঘটেছে। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শাহ নুরে আলম জানান, উপজেলার বনগাও গ্রামের হাসেম মিয়া ও তার ভাই লতিফ মিয়ার সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আজ সকালে হাসেম মিয়া বাড়ির সামনে জমিতে ধান কাটতে যায়। এসময় তার ভাই লতিফ মিয়া বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তার ভাতিজা লাবু মিয়াসহ অন্যান্যরা তাকে চুরিকাঘাত করে। এতে মারাত্মক আহত হয় হাসেম মিয়া। পরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।