দুদকের মামলায় সাবেক ওসি প্রদীপের জামিন আবেদন না মঞ্জুর
- আপডেট সময় : ০৪:৫৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় টেকনাফের বরখাস্ত হওয়া সাবেক ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন না মঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত।
দুপুরে নির্ধারিত সময়ে কড়া পুলিশ পাহাড়ায় মহানগর সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালতে হাজির করা হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার প্রধান অভিযুক্ত সাবেক ওসি প্রদীপকে। এসময় আসামী পক্ষের আইনজীবীরা তার জামিনের আবেদন করলে বিরোধীতা করে দুদক। এছাড়া একই মামলায় প্রদীপের স্ত্রী চুমকি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা প্রজ্ঞাপন আকারে জারির আবেদন জানান দুদক আইনজীবীরা।শুনানী শেষে আদালত ওসি প্রদীপের জামিন আবেদন নামঞ্জুর করে। আর তার স্ত্রীর বিরুদ্ধে করা দুদকের আবেদন পরে বিবেচনা করার কথা জানান। দুদকের আইনজীবীরা জানান, সরকারী প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আদালতে উপস্থাপন করেছেন তারা। আর আসামী পক্ষের দাবি, মামলায় প্রদীপ দম্পত্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ আনতে পারেনি দুদক।