ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
সারাদেশের ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ। কেন্দ্রীয় নেতাদের ভাগ করে ৪০টি জেলার দায়িত্ব দেয়া হয়েছে।
তারা নির্ধারিত জেলায় অন্তত একটি ইউনিয়নে দলীয় সমাবেশে অংশ নেবেন। দলের পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়েত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে ইউনিয়ন পর্যায়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসী পদযাত্রায় স্বতস্ফূর্তভাবে যোগ দেবে বলে প্রত্যাশা দলীয় নেতাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বছরব্যাপী শান্তি সমাবেশের সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ।