জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা রোববার

- আপডেট সময় : ০৯:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে বাংলাদেশের দল ঘোষণা রোববার। রাওয়ালপিণ্ডি টেস্টের দলে আসতে পারে পরিবর্তন। দলের সঙ্গে যোগ হতে পারেন অন্তত দুজন স্পিনার। এমন আভাস দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
অধিনায়কত্ব নিয়ে অসন্তোষ থাকলেও, এ যাত্রায় মমিনুলের কাধেই থাকতে পারে দায়িত্ব। ৬ নম্বর অব্যাহত বাজে ফর্মের কারণে বাদ পড়তে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার বদলি হিসেবে দলে জায়গা পেতে পারেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। এছাড়া রুবেল হোসেনের পরিবর্তে দলে দেখা যেতে পারে মেহেদী মিরাজকে। এদিকে, বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার থেকে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২২ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে একমাত্র টেস্ট। ১ মার্চ সিলেটে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে বাকি দুই ওয়ানডে। ৯ ও ১১ মার্চ ঢাকায় দুই টি টুয়েন্টি। সফর শেষে ১২ মার্চ ঢাকা ছাড়ার কথা রয়েছে জিম্বাবুয়ের।