গোপালগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৯:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
 - / ১৬৫৫ বার পড়া হয়েছে
 
মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জে আয়োজিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে গোবরা ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চর গোবরা স্পোটিং ক্লাব।
ম্যাচের ২০ মিনিটের গোবরা স্পোটিং ক্লাবকে এগিয়ে নেন রবিউল আলম। পরে গোল শোধে মরিয়া গোবরা ইউনাইটেড একাধিক সুযোগ তৈরী করেও আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ গোবরা স্পোর্টিং। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম। এছাড়া এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান খান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারন সম্পাদক এমবি সাইফ বি।
																			
																		














