খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে
- আপডেট সময় : ০২:২৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিএনপি নেতাদের উচিত প্যারোলে মুক্তি চাওয়া, নাটক বা মিথ্যাচার করে জনগনকে বিভ্রান্ত করা ঠিক নয়।
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অফ চুয়াডাংগা-ডুসাক আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্টানে তিনি এ কথা বলেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডির মিলনায়তনে এ আয়োজনে আরো বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ প্রধান মীর শহিদুল ইসলাম। বিএনপিকে মাহবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ নয় বিএনপিই তার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে। সরকার ও বিচার বিভাগ তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার পরও দোষারোপ করা মেনে নেয়া যায় না। হানিফ বলেন, খালেদা জিয়ার মঙ্গল চাইলে বিএনপি যদি প্যারোলে মুক্তি চায়, সরকার তা বিবেচনা করবে।






















