খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ১২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
নানা আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ।
এ উপলক্ষে সকালে জেলা সদরের চেঙ্গী স্কোয়ারে সংগঠনের প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার প্রতিকৃতির সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পানখাইয়াপাড়ার মারমা উন্নয়ন সংসদে গিয়ে শেষ হয়। পরে সেখানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমার ১২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনের প্রথম দিনে সহ সভাপতি বিমল কান্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা প্লে ও কার্বারী এসোসিয়েশনের সভাপতি হেমব্রত কার্বারীসহ অনেকে । ১৮ ফেব্রুয়ারী কেন্দ্রীয় কাউন্সিলের মধ্যদিয়ে শেষ হবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ১২তম জাতীয় সম্মেলন।