দুই মৌসুমের জন্য চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ হলো ম্যানচেস্টার সিটি

- আপডেট সময় : ০৯:১৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ ভঙ্গের অভিযোগে দুই মৌসুমের জন্য চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ হলো ম্যানচেস্টার সিটি।
উয়েফার আর্থিক নীতিভঙ্গ করায় আগামী দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে না সিটিজেনরা। পাশাপাশি ইংলিশ লিগ চ্যাম্পিয়নদের ৩০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে সংস্থাটি। যদিও অভিযোগ অস্বীকার করে রায়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিলে যাওয়ার ঘোষণা দিয়েছে ম্যান সিটি। দুইশো মিলিয়ন ইউরোতে ২০০৮ সালে ম্যানচেস্টার সিটি কিনে নেয় আবুধাবি ইউনাইটেড গ্রুপ। এর আগে আর্থিক স্বচ্ছতা নিয়ে একাধিকবার উঠে প্রশ্ন। তবে বড় ধাক্কাটি আসে ২০১৮ সালে। ক্লাবটির আর্থিক অনিয়ম নিয়ে সিরিজ রিপোর্ট প্রকাশ করে জার্মান ম্যাগাজিন ডের স্পেইগাল। এরপর নড়েচড়ে বসে উয়েফা। দীর্ঘ অনুসন্ধান শেষে শনিবার ইউরোপিয়ান আসরে ম্যানসিটিকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়ে রায় দেয় উয়েফার ক্লাব ফিন্যান্সিয়াল কন্ট্রোল বডি।