তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ২ রানে হারিয়েছে ইংল্যান্ড

- আপডেট সময় : ০৯:১৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ২ রানে হারিয়েছে ইংল্যান্ড। ডারবানে স্বাগতিকদের হারিয়ে সমতায় ফিরেছে ইংলিশরা।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। চার বলে মাত্র দুই রান করে সাজঘরে ফেরেন জস বাটলার। দ্বিতীয় উইকেট ৫২ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। পাঁচে নেমে ৪ টি চার ও দুই ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন স্টোকস। শেষ দিকে মইন আলির ১১ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে ২০৪ রানের সংগ্রহ পায় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে বিধ্বংসী শুরুটা করে দেন কুইন্টন ডি কক। মাত্র ২২ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন প্রোটিয়া অধিনায়ক। উডের পরের ওভারে ফিরে যান বাভুমাও। ইনিংস লম্বা করতে পারেননি তিনে নামা ডেভিড মিলার। ফন ডার ডাসেন এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে উইকেট পড়তে থাকে নিয়মিত। শেষ ওভারের শেষ দুই বলে তিন রানের সহজ হিসাব মেলাতে পারেনি দক্ষিণ আফ্রিকা।