ফোনালাপে নয় ,খালেদা জিয়ার মুক্তির বিষয়টি একমাত্র আদালতই সুরাহা করতে পারে: নানক

- আপডেট সময় : ০৮:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, খালেদা জিয়ার মুক্তি আদালতের ব্যাপার, সরকারের এখানে কিছু করার নেই। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের অভিযোগ, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে। প্যারোলে মুক্তি চাইলে সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ঢাকায় ও ঢাকার বাইরে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
বিকালে জামালপুর জেলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে বিশাল জনসভায় যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা।সভায় আওয়ামী লীগ প্রেসিডিয়ার সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, রাজনৈতিক দলের নেতাদের ফোনালাপে নয় ,খালেদা জিয়ার মুক্তির বিষয়টি একমাত্র আদালতই সুরাহা করতে পারে।
রাজধানীতে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অফ চুয়াডাংগা-ডুসাক আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্টানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিএনপি নেতাদের উচিত প্যারোলে মুক্তি চাওয়া।
অন্যদিকে, ময়মনসিংহের ভালুকায় সরকারি উন্নয়ন প্রকল্প পরিদশর্ন শেষে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির আবেদন করলে, গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।