বিএনপির বিক্ষোভ কর্মসূচি করতে দেয়নি পুলিশ

- আপডেট সময় : ০৭:৫৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
কারাবন্দী দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি করতে দেয়নি পুলিশ। দুপুরে রাজধানীর নয়া পল্টনে, দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখে পুলিশ। পরে কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে দলটি। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দপন-পীড়ন করে জনগণের অধিকার থেকে বঞ্চিত রাখা যাবে না। মানবিক দৃষ্টিকোন থেকে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান তিনি। আর পুলিশের দাবি, কর্মসূচির অনুমতি না থাকায় বিক্ষোভ মিছিল নিয়ে বের হতে দেয়া হয়নি।
দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই রাজধানীর নয়া পল্টন দলীয় কার্যালয়ে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। কর্মসূচি পালনে অনুমতি না থাকায়, কার্যালয় ঘিরে রাখে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অবস্থান নেয়ার কথা জানায় পুলিশ।পরে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপির নেতাকর্মীরা। এসময় সিনিয়র নেতারা অভিযোগ করেন, সরকার দমন নীপিড়নের মাধ্যমে একদলীয় শাসন কায়েম করছে। খালেদা জিয়াকে মুক্তি করা ছাড়া জনগনের অধিকার প্রতিষ্ঠিত হবে না।মহাসচিব অভিযোগ করে বলেন, বিএনপির কর্মসূচী নস্যাত করতে একের পর এক বাধা দেয়া হচ্ছে। সামনে বাধা আসলেই প্রতিরোধ করার হুশিয়ারি দেন তিনি।
খালেদা জিয়াকে মানবিক দিক বিবেচনা করে মুক্তি দিতে সরকারে প্রতি আহবান জানান তিনি।কর্মসূচি চলাকালে কয়েকজনকে আটক করে পুলিশ। নেতাকর্মীদের আটকের প্রতিবাদ জানিয়ে দিনের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।