জামালপুর-৪ আসনে মাহবুবুর রহমান হেলালের সমর্থনে গণসংযোগ
- আপডেট সময় : ১১:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ২০৫২ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন মেরিন ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল। তার মনোনয়ন প্রাপ্তিতে বাংলাদেশের মেরিন কমিউনিটি অত্যন্ত আনন্দিত। মেরিন ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলালের সমর্থনে ২ জানুয়ারি সারাদিন তার নির্বাচনী এলাকায় গণসংযোগ চালান মেরিনারগণ।
মেরিন ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল এর সমর্থনে বঙ্গবন্ধু নৌ-পরিষদ এর আয়োজনে এ প্রচারণায় অংশ নেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চিফ ইঞ্জিনিয়ার সামসুল আরেফিন এবং ক্যাপ্টেন শামসুল রঞ্জন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মেরিনার শের শাহ ও সাংগঠনিক সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার অংগন দাস।
এছাড়াও অংশগ্রহণ করেন ক্যাপ্টেন পার্থসারথি দাস, মেরিন ইঞ্জিনিয়ার মাহির হাসান নাদিল, মেরিন অফিসার নূর, মেরিন ইঞ্জিনিয়ার শাকিল, মেরিন ইঞ্জিনিয়ার রাইসুল, মেরিন অফিসার অনন্ত দীপু প্রমুখ এবং সার্বিক আয়োজনে সহায়তা করেন মেরিন ইঞ্জিনিয়ার মো: আবু যোবায়ের। মেরিনারগণ মাহবুবুর রহমান হেলাল এর জন্য পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং তার বিজয়ের জন্য দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
























