প্রচন্ড গরমে চরম দুর্ভোগে ঢাকা ফিরছে মানুষদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২০:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
আজও ঘাটগুলোতে যাত্রীদের চাপ। গরমে চরম দুর্ভোগে ঢাকাফেরত মানুষদের।
আজও পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ঢাকামুখি যাত্রীদের ভিড় কমেনি। সকাল থেকে প্রতিটি ফেরিতে ৩-৪ শতাধিক যাত্রী ও ছোট যানাবহন নিয়ে পাটুরিয়া প্রান্তে নোঙ্গর করছে। গণপরিবহান বন্ধ থাকায় ঢাকামুখী যাত্রীরা দুর্ভোগে । এর সাথে প্রচন্ড রোদ ও গরম সেই কষ্ট আরো বাড়িয়ে দিয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলছে ছোট বড় ১৬ টি ফেরি।
এদিকে, সকাল থেকেই মাদারীপুরের বাংলাবাজার ঘাট হয়ে ঢাকাসহ কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ রয়েছে। বাংলাবাজার ঘাটে ব্যক্তিগত যানবাহনের চাপও বেড়েছে। তবে যাত্রীরা পার হচ্ছেন অগ্রাধিকার ভিত্তিতে।





















