সিরাজগঞ্জের সলঙ্গায় বেড়েছে বেওয়ারিশ পাগলা কুকুরের উপদ্রব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গায় বেড়েছে বেওয়ারিশ পাগলা কুকুরের উপদ্রব। পাগলা কুকুরের কামড়ে একদিনে অন্তত ১০ পথচারী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খারিজা ঘুঘাট গ্রামের নতুন ব্রীজের উপর দাঁড়ানো এক মহিলাকে অতর্কিতভাবে এসে একটি বেওয়ারিশ কামড় দেয়। মহিলা চিৎকার করলে পাগলা কুকুরটি দৌড়ে গিয়ে রাস্তায় যাকে পায় তাকেই কামড়াতে থাকে। পরে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। এ ছাড়াও একই দিনে বাসুদেবকোল ও উত্তরপাড়া ভরমোহনী গ্রামের ২ জন মহিলাকে কামড়ানোর খবর পাওয়া গেছে। বেওয়ারিশ পাগলা কুকুরের উপদ্রপে এলাকার মানুষ চরম আতঙ্কে রয়েছে।

















