চীনে মরণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫ শ ২৩

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
চীনে মরণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫ শ ২৩। ২৪ ঘন্টায় মৃতের তালিকায় নতুন যুক্ত হয়েছে আরো ১৪৩ জন।
দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬শ ৪১ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬৬ হাজার ৪ শ ৯২ জন। এছাড়াও চীনে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭০০ জনের বেশি চিকিৎসাকর্মী। তাদের মধ্যে ছয়জন মারা গেছেন। গতকাল শুক্রবার চীন সরকার এ তথ্য প্রকাশ করে। এদিকে, আফ্রিকা মহাদেশভুক্ত মিশরে প্রথমবারের মতো শনাক্ত হলো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। এ নিয়ে চীনের সব প্রদেশসহ বিশ্বের ২৯ দেশে করোনা ভাইরাস বিস্তারের ঘটেছে । চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জাপান।