০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লে’র এক বছর

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:১৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • / ১৫৯৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেখতে দেখতে এক বছর পূর্ণ হলো ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লের। গত এক বছরে তারা তৈরি করেছে এমন সব অরিজিনাল ফিল্ম যা দর্শককে শুধু বিনোদন না, দিয়েছে সম্পর্কের গল্পগুলোর নতুন ভঙ্গি, জুগিয়েছে ভাবনার সূত্রও।পরিবানিকষওয়েব ফিল্মগুলোতে একদিকে যেমন নারী পাচারের স্বরূপ উঠেএসেছে, তেমনইসাহসিকাফিল্মটিতে উঠে এসেছে ঘরে থাকা নারীর এমন একটি বিষয়, যা নিয়ে কেউই কথা বলতে স্বস্তিবোধ করে না।

একই সঙ্গেশহরে অনেক রোদযখন নতুন সম্পর্কের মিষ্টি প্রেমের আল্পনা বুনে চলে তখনইঅগ্নিপুরুষচাক্ষুষ করায় আমাদের ফায়ার ফাইটারদের সাহসীজীবনের নানান আত্মত্যাগ। 

আইকন ম্যানথেকেঅপলাপমুখোমুখি করায় নতুন ধরনের গল্পের। যে গল্পগুলো আমাদের সাথেই এতদিন ছিল, কিš‘ কখনও তাদের দেখা হয়েওঠেনি।    

দীপ্ত প্লের এক বছরের যাত্রায় দর্শকের প্রতিদিনের আনন্দ বিনোদনের সঙ্গী হয়ে আছে মেগা সিরিয়াল। বর্তমানে দেশের জনপ্রিয় সিরিয়ালের তালিকায়এগিয়ে থাকামাশরাফি জুনিয়র’, ‘বকুলপুরএবংজবা প্রতিদিনের নতুন পর্বের জন্য মুখিয়ে থাকেন দর্শক। 

ছাড়াপালকি’, ‘মান অভিমান’, ‘খলনায়ক’, ‘অপরাজিতাসহ হৃদয়গ্রাহী গল্পে নির্মিত ৩০টিরও বেশি ধারাবাহিকের সম্পূর্ণ পর্ব দর্শক যেকোনো সময়উপভোগ করতে পারছেন দীপ্ত প্লেতে। এছাড়া ডাবড সিরিয়ালে আমাদের অভিজ্ঞ ইনহাউজ টিম দ্বারা ডবিংকৃত বিদেশি সিরিয়ালগুলো দেশের সকলদর্শকের মন জয় করেছে। 

দীপ্ত প্লেতে স্ট্রিমিং হওয়াসূর্যকন্যা’, ‘ফাতমাগুল’, ‘আমাদের গল্পবাহার’-এর প্রতিটি পর্ব দর্শককে কখনও হাসিয়েছে কখনও কাঁদিয়েছে; অন্যদিকেসুলতান সুলেমান’, ‘সুলতান সুলেমানকোসেম’, ‘রহস্যময়ীবাজননী জন্মভূমি মতো সিরিয়ালগুলো নিপুণভাবে ইতিহাসকে বাংলা ভাষায় উন্মোচিতকরেছে দর্শকের মাঝে। দীপ্ত প্লেতে প্রতিদিনই যুক্ত হচ্ছে ডাবড সিরিয়ালের নতুন নতুন পর্ব।

ওটিটির প্রধান কর্মকর্তা (ডিজিটাল হেড) মো. আবু নাসিম বলেন, ‘বিগত বছরের সাফল্য শুধু নয়, দীপ্ত প্লে সেই অভিজ্ঞতাকে ধারণ করে আগামী বছরেরজন্য নির্মাণ করতে চলেছে আরও নতুন অরিজিনাল ফিল্ম। প্রিয় পরিচালক আর অভিনয়শিল্পীদের সমন্বয়ে দীপ্ত  প্লে হাজির হচ্ছে এমন সব বিচিত্র গল্প, যা আগে কখনও দেখা যায়নি।হাইড এন্ড সিকএকদিকে নারীর প্রতি সহিংসতার ভিন্ন একটি রূপ উন্মোচন করে তেমনইকীড়াফিল্মটি আমাদের সাহসীকরে তোলে চিরন্তন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। 

সমাজের তিন শ্রেণির এক অনন্য সঙ্কটকে ঘিরে নির্মিতত্রিভুজযেমন আমাদেরই সামনে আয়না তুলে ধরে, তেমনই পাশে দেখা যে প্রেম আত্মত্যাগদেখেও কখনও দেখা হয়নি তার গল্প বলে ইউএনও স্যার।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার দিকে শুধু প্রশ্ন তুলে না, বরং সমাধান খুঁজতে চেয়েই নির্মিত হতে চলেছের‌্যাগিং অথবা বাংলার চিরন্তন ধ্রুপদীসাহিত্য থেকে যে অদ্ভুত ভৌতিক গল্প উঠে এসেছে তার নামমায়া বিচিত্র গল্পে বিচিত্র সব চরিত্রের সমাবেশ ঘটতে যাচ্ছে দীপ্ত প্লের নতুন বছরে। গতঅক্টোবর ৫২ লক্ষেরও বেশি দর্শক দীপ্ত প্লের সাথে যুক্ত ছিলেন।

পুরনো মেগা সিরিয়ালগুলোর দর্শকপ্রিয়তা তাদের চাহিদাকে মাথায় রেখে দেশ দেশের বাইরের বাংলাভাষী দর্শকদের জন্য দীপ্ত প্লেতে আসছে আরওকিছু মেগা সিরিয়াল। শহুরে ধনী বেয়াড়াদের শাস্তি আর দরিদ্রদের সাহায্য করতে এবার আসছে নতুন এক রবিনহুড-‘বিজলি রবিনহুড

আসছে দুই সময়ের দুই চরিত্রকে নিয়ে এক অভিন্ন ধারাবাহিক নাটকফুলবাহার বাঙালির ভোজনরসের সাথে প্রতিশোধের অদ্ভুত যোগসাজশে যেমনআসছেলবঙ্গভোজ‘, তেমনই দর্শকনন্দিত ধারাবাহিক নাটকখলনায়ক‘ –এর দ্বিতীয়ভাগখলনায়কশিগগিরই আসছে দীপ্ত প্লেতে। 

অন্যদিকে রবীন্দ্রনাথের ধ্রুপদী ছোটগল্পের অনুপ্রেরণায় নির্মিত মেগা সিরিয়ালদেনা পাওনা দেখা মিলবে খুব দ্রুতই।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লে’র এক বছর

আপডেট সময় : ০৫:১৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩

দেখতে দেখতে এক বছর পূর্ণ হলো ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লের। গত এক বছরে তারা তৈরি করেছে এমন সব অরিজিনাল ফিল্ম যা দর্শককে শুধু বিনোদন না, দিয়েছে সম্পর্কের গল্পগুলোর নতুন ভঙ্গি, জুগিয়েছে ভাবনার সূত্রও।পরিবানিকষওয়েব ফিল্মগুলোতে একদিকে যেমন নারী পাচারের স্বরূপ উঠেএসেছে, তেমনইসাহসিকাফিল্মটিতে উঠে এসেছে ঘরে থাকা নারীর এমন একটি বিষয়, যা নিয়ে কেউই কথা বলতে স্বস্তিবোধ করে না।

একই সঙ্গেশহরে অনেক রোদযখন নতুন সম্পর্কের মিষ্টি প্রেমের আল্পনা বুনে চলে তখনইঅগ্নিপুরুষচাক্ষুষ করায় আমাদের ফায়ার ফাইটারদের সাহসীজীবনের নানান আত্মত্যাগ। 

আইকন ম্যানথেকেঅপলাপমুখোমুখি করায় নতুন ধরনের গল্পের। যে গল্পগুলো আমাদের সাথেই এতদিন ছিল, কিš‘ কখনও তাদের দেখা হয়েওঠেনি।    

দীপ্ত প্লের এক বছরের যাত্রায় দর্শকের প্রতিদিনের আনন্দ বিনোদনের সঙ্গী হয়ে আছে মেগা সিরিয়াল। বর্তমানে দেশের জনপ্রিয় সিরিয়ালের তালিকায়এগিয়ে থাকামাশরাফি জুনিয়র’, ‘বকুলপুরএবংজবা প্রতিদিনের নতুন পর্বের জন্য মুখিয়ে থাকেন দর্শক। 

ছাড়াপালকি’, ‘মান অভিমান’, ‘খলনায়ক’, ‘অপরাজিতাসহ হৃদয়গ্রাহী গল্পে নির্মিত ৩০টিরও বেশি ধারাবাহিকের সম্পূর্ণ পর্ব দর্শক যেকোনো সময়উপভোগ করতে পারছেন দীপ্ত প্লেতে। এছাড়া ডাবড সিরিয়ালে আমাদের অভিজ্ঞ ইনহাউজ টিম দ্বারা ডবিংকৃত বিদেশি সিরিয়ালগুলো দেশের সকলদর্শকের মন জয় করেছে। 

দীপ্ত প্লেতে স্ট্রিমিং হওয়াসূর্যকন্যা’, ‘ফাতমাগুল’, ‘আমাদের গল্পবাহার’-এর প্রতিটি পর্ব দর্শককে কখনও হাসিয়েছে কখনও কাঁদিয়েছে; অন্যদিকেসুলতান সুলেমান’, ‘সুলতান সুলেমানকোসেম’, ‘রহস্যময়ীবাজননী জন্মভূমি মতো সিরিয়ালগুলো নিপুণভাবে ইতিহাসকে বাংলা ভাষায় উন্মোচিতকরেছে দর্শকের মাঝে। দীপ্ত প্লেতে প্রতিদিনই যুক্ত হচ্ছে ডাবড সিরিয়ালের নতুন নতুন পর্ব।

ওটিটির প্রধান কর্মকর্তা (ডিজিটাল হেড) মো. আবু নাসিম বলেন, ‘বিগত বছরের সাফল্য শুধু নয়, দীপ্ত প্লে সেই অভিজ্ঞতাকে ধারণ করে আগামী বছরেরজন্য নির্মাণ করতে চলেছে আরও নতুন অরিজিনাল ফিল্ম। প্রিয় পরিচালক আর অভিনয়শিল্পীদের সমন্বয়ে দীপ্ত  প্লে হাজির হচ্ছে এমন সব বিচিত্র গল্প, যা আগে কখনও দেখা যায়নি।হাইড এন্ড সিকএকদিকে নারীর প্রতি সহিংসতার ভিন্ন একটি রূপ উন্মোচন করে তেমনইকীড়াফিল্মটি আমাদের সাহসীকরে তোলে চিরন্তন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। 

সমাজের তিন শ্রেণির এক অনন্য সঙ্কটকে ঘিরে নির্মিতত্রিভুজযেমন আমাদেরই সামনে আয়না তুলে ধরে, তেমনই পাশে দেখা যে প্রেম আত্মত্যাগদেখেও কখনও দেখা হয়নি তার গল্প বলে ইউএনও স্যার।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার দিকে শুধু প্রশ্ন তুলে না, বরং সমাধান খুঁজতে চেয়েই নির্মিত হতে চলেছের‌্যাগিং অথবা বাংলার চিরন্তন ধ্রুপদীসাহিত্য থেকে যে অদ্ভুত ভৌতিক গল্প উঠে এসেছে তার নামমায়া বিচিত্র গল্পে বিচিত্র সব চরিত্রের সমাবেশ ঘটতে যাচ্ছে দীপ্ত প্লের নতুন বছরে। গতঅক্টোবর ৫২ লক্ষেরও বেশি দর্শক দীপ্ত প্লের সাথে যুক্ত ছিলেন।

পুরনো মেগা সিরিয়ালগুলোর দর্শকপ্রিয়তা তাদের চাহিদাকে মাথায় রেখে দেশ দেশের বাইরের বাংলাভাষী দর্শকদের জন্য দীপ্ত প্লেতে আসছে আরওকিছু মেগা সিরিয়াল। শহুরে ধনী বেয়াড়াদের শাস্তি আর দরিদ্রদের সাহায্য করতে এবার আসছে নতুন এক রবিনহুড-‘বিজলি রবিনহুড

আসছে দুই সময়ের দুই চরিত্রকে নিয়ে এক অভিন্ন ধারাবাহিক নাটকফুলবাহার বাঙালির ভোজনরসের সাথে প্রতিশোধের অদ্ভুত যোগসাজশে যেমনআসছেলবঙ্গভোজ‘, তেমনই দর্শকনন্দিত ধারাবাহিক নাটকখলনায়ক‘ –এর দ্বিতীয়ভাগখলনায়কশিগগিরই আসছে দীপ্ত প্লেতে। 

অন্যদিকে রবীন্দ্রনাথের ধ্রুপদী ছোটগল্পের অনুপ্রেরণায় নির্মিত মেগা সিরিয়ালদেনা পাওনা দেখা মিলবে খুব দ্রুতই।