ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল ২০২০ অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণদেরই এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
দুপুরে ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউটে ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল ২০২০-এর প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। বলেন আগামীতে তরুণরাই পারবে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে। এবারের কার্নিভালে দেশের ৬৪ জেলার দুই শতাধিক তরুণ তরুণী অংশ নেয়। এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমসহ অনেকেই। এসময় তারা তরুণদের ক্যারিয়ার এবং শিক্ষাবিষয়ক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।