যুক্তরাষ্ট্রের হামলার পর জবাব দিতে শুরু করেছে তেহরান

- আপডেট সময় : ০৪:৪৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর পাল্টা জবাব দিতে শুরু করেছে তেহরান। এরই অংশ হিসেবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানি বাহিনী। ফলে মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
আজ রবিবার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, “কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এসব হুমকি প্রতিহত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।”
আইডিএফ আরও জানায়, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে এবং সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।
এ হামলা এমন এক সময়ে হচ্ছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই জবাব দেওয়া শুরু করেছে তেহরান।
বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই প্রতিক্রিয়া ভবিষ্যতে আরও বিস্তৃত সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। ফলে গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে।
এ বিষয়ে এখনো ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সক্রিয় রয়েছে বলে আইডিএফ জানিয়েছে।
পরিস্থিতি ক্রমশ আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে। আন্তর্জাতিক মহল এ উত্তেজনা কমাতে দ্রুত কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে।