বিএবিবিএফ ম্যাক্স-শৈবাল দাশ সুমন বডি বিল্ডিং কম্পিটিশন -২০২২’র গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
বিএবিবিএফ ম্যাক্স-শৈবাল দাশ সুমন বডি বিল্ডিং কম্পিটিশন -২০২২’র গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
গেলরাতে চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের দুই শতাধিক বডি বিল্ডার অংশগ্রহণ করেন। সিনিয়র ম্যানস বডি বিল্ডিংয়ে ৬০ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৫ কেজি ও ৭৫ কেজি প্লাস ক্যাটাগরিতে এবং ম্যানস ফিজিক্স ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। এসময় আ জ ম নাছির বলেন, চলমান করোনা মহামারীকালে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ব্যায়ামের বিকল্প নেই। বডি বিল্ডিং ইভেন্টকে জনপ্রিয় করার ক্ষেত্রে চট্টগ্রাম জিম ওনার্স এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।