দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা পরিষদ

- আপডেট সময় : ০৬:৪৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ১৭৪১ বার পড়া হয়েছে
জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে অনুষ্ঠিত এক অনির্ধারিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব — নির্বাচন, সংস্কার ও বিচার — নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।
বৈঠকে উপদেষ্টা পরিষদ উদ্বেগ প্রকাশ করেন যে, বিভিন্ন সময় এই দায়িত্ব পালনে অযৌক্তিক দাবি, উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য, এবং এখতিয়ার বহির্ভূত কর্মসূচির মাধ্যমে স্বাভাবিক শাসন প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। এর ফলে জনমনে বিভ্রান্তি, সংশয় ও সন্দেহ দানা বাঁধছে।
উপদেষ্টা পরিষদের মতে, দেশকে স্থিতিশীল রাখতে ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে বৃহত্তর জাতীয় ঐক্য গঠন জরুরি। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মতামত শোনা হবে এবং সরকারের অবস্থান জনসমক্ষে স্পষ্ট করা হবে।
সরকার জানিয়েছে, শত প্রতিবন্ধকতার মধ্যেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার। তবে পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে যদি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়, তাহলে সব তথ্য জনসমক্ষে উত্থাপন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সরকার আরও জানায়, তারা জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশা ও চেতনা ধারণ করে কাজ করছে, কিন্তু কোনো গোষ্ঠীস্বার্থ বা ষড়যন্ত্রে দায়িত্ব পালনে বাধা এলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।